Showing posts with label অনুরোধ. Show all posts
Showing posts with label অনুরোধ. Show all posts

অনুরোধ

হুমায়ুন কবির

একদিন যারা কাছে ছিল, ছিল প্রিয়
কালের প্রবাহে সিখ তাদির ভুলিও।
জীবনের বন্ধুর তরঙ্গাকুল পথে
হয়তো পথের বাঁকে দৃষ্টিপথ হতে
অকস্মাৎ চলে যায় - যেমনি সহসা
একদিন এসেছিল। নিশির তমসা
মুর্তিখানি হয়তো মুছিল অন্ধকারে।
তুমি থামিলে না - এলে রাত্রি পরপারে।

যারা ছিল প্রিয় একদিন, আজি তারা
কেবল মনের স্মৃতি ক্ষীণ - বস্তুহারা
দোহহীন প্রেত। স্মৃতির কঙ্কাল টানি
প্রেম নাহি বাঁচে, শুধু চিত্তে বাড়ে গ্লানি।
পুরাতন প্রেম যদি আজি ছায়া সম-
নামুক হৃদয় ছেয়ে বিস্মৃতির তম।